বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা স্বীকৃতির বয়স নিয়ে হাই কোর্টের রায় আপাতত বহাল

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে সরকারের জারি করা সব পরিপত্র অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালতও। গতকাল হাই কোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আগামী ২৩ জুন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। পরে আলতাফ হোসেন জানান, চেম্বার বিচারপতি হাই কোর্টের রায় বহাল রেখেছেন। এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হবে।

এর আগে গত ১৯ মে হাই কোর্ট ১৫টি রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে রায় দেন। রায়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এর ২(১১) ধারা অনুযায়ী সরকার কর্তৃক বয়সসীমা নির্ধারণের বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্ট। একই সঙ্গে এ সংক্রান্ত সব প্রজ্ঞাপন বাতিলও করা হয় হাই কোর্টের আদেশে।

সর্বশেষ খবর