শিরোনাম
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দেশ ও আওয়ামী লীগের দুঃসময়ে পাশে থাকব : সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

দেশ ও আওয়ামী লীগের দুঃসময়ে পাশে থাকব : সোহেল তাজ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, রাজনীতিতে আমি নেই। কিন্তু আমি রাজনৈতিক পরিবারের সন্তান। রাজনীতি আমার রক্তে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের পরিবার বিগত দিনের মতো সব সময় আওয়ামী লীগ ও দেশের দুঃসময়ে পাশে ছিল এবং থাকবে। দেশের ও দলের দুঃসময়ে আমি নিজেও পাশে থাকব। তবে এ মুহূর্তে আমার সক্রিয়ভাবে রাজনীতি করার সুযোগ নেই। গতকাল সোনারগাঁও হোটেলে ‘হটলাইন কমান্ডো’ নামে এক টিভি প্রোগ্রামের আয়োজক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘নতুন করে রাজনীতিতে সক্রিয় হওয়া ও আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে দল যদি কোনো দায়িত্ব দেয় তাহলে তা গ্রহণ করবেন কিনা’- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সোহেল তাজ জানান, ‘হটলাইন কমান্ডো’ আগামী সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গলবার রাত ৮টায় স্যাটেলাইট টেলিভিশন আরটিভিতে দেখানো হবে। এ রিয়্যালিটি শো মাসে দুই দিন করে ১২ পর্বে হবে। এটি উপস্থাপনা করবেন সোহেল তাজ। অনুষ্ঠানে সোহেল তাজ মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস ও সুস্থতা নিয়ে কথা বলেন। এ ছাড়া সামাজিক বিভিন্ন সমস্যা ও অসংগতির দিকও তুলে ধরেন। বিভিন্ন প্রশ্নের উত্তরে সোহেল তাজ বলেন, যে কোনো দেশ উন্নতি করতে চাইলে উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি। শহীদ তাজউদ্দীন আহমদের সন্তান হিসেবে, বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হিসেবে আমি চাই বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হোক। তিনি বলেন, সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমার প্রোগ্রামটাও একটিা অবদান রাখবে। সোহেল তাজ বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দরকার সোনার মানুষ। আর সোনার মানুষ গড়তে আমার এ উদ্যোগ। তিনি বলেন, রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এ পদক্ষেপ।

সংবাদ সম্মেলনে সোহেল তাজের পারিবারিক সদস্য ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র‌্যানকন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রৌম্য রউফ চৌধুরী, আরটিভির সিইও আশিক রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর