শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রিমান্ডে মানবাধিকার ঠিক রাখতে হবে

------- মালেকা বানু

রিমান্ডে মানবাধিকার ঠিক রাখতে হবে

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, আমাদের দেশে নারীদের যখন রিমান্ডে নেওয়া হয়, তখন তার সঙ্গে কী আচরণ করা হয় তা স্পষ্ট নয়।

থানাগুলোতে যে আচরণ করা হয় তাতেই বোঝা যায় রিমান্ডে কী ধরনের অবস্থা হতে পারে। অবশ্যই নারীকে যখন রিমান্ডে নেওয়া হবে তখন তার মানবাধিকার ঠিক রাখতে হবে। শুধু নারী নয়,  প্রত্যেক মানুষের মানবাধিকার সংরক্ষণ করতে হবে। আমরা প্রায় সময় দেখি- কোনো নারী যখন অভিযোগ নিয়ে থানায় যায় তখনই তাকে উল্টো দোষী সাব্যস্ত করা হয়। নানাভাবে জেরা করে অভিযোগকারীকেই অভিযুক্ত করা হয়। এই অভিযোগকারীরা থানায় গিয়ে নানা ধরনের লাঞ্ছনার শিকার হতে থাকে। উল্টো দোষারোপ হওয়ার ভয়ে অনেকে কোনো অপরাধের প্রতিকার পায় না। অনেক সময় নারীদের অভিযোগগুলোকে গ্রহণ করা হয়। আর তাদের রিমান্ডে নিয়ে কী আচরণ করা হয় তা স্পষ্ট করা অত্যন্ত জরুরি। রিমান্ডে থাকাবস্থায় একজন নারী পুলিশ এবং যে ঘরে রাখা হবে সেখানে অবশ্যই আলাদা টয়লেট থাকা উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর