সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

টেস্টের মূল্য ৫০০ টাকা করে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে ডেঙ্গু নির্ণয় টেস্টে নির্ধারিত ফি বেঁধে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল স্বাস্থ্য অধিদফতরে ঢাকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ কথা জানান। এই নির্দেশনা গতকাল থেকে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসওয়ান এর জন্য সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। আইজিজি ও আইজিএম এই দুটি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এ ছাড়া সিবিসি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু নির্ণয় টেস্টের জন্য বেসরকারি হাসপাতালের ফি নিয়ে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছিল। তাই সবার সঙ্গে কথা বলে এই ফি নির্ধারণ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান এই নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া সকল হাসপাতালে সাধ্যমতো শয্যা সংখ্যা বাড়ানোর বিষয়ে বলা হয়েছে। এ ছাড়া মনিটরিং টিম গঠন করা হয়েছে, যারা হাসপাতালে রোগীদের সেবা দান কার্যক্রম তদারকি করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর