মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খালেদার দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।  গতকাল এই দুই মামলায় অভিযোগ গঠনের দিন ঠিক থাকলেও খালেদা জিয়ার অসুস্থতার কারণ উল্লেখ করে সময় আবেদন করেন তার আইনজীবীরা। পরে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নুর আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। এই দুই মামলায় ২০১৮ সালের ৩১ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান খালেদা জিয়া। এর আগে ২০১৮ সালের ৫ জুলাই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার মামলায় মহানগর হাকিম আহসান হাবিব ও ভুয়া জন্মদিন পালনের মামলায় খুরশিদ আলমের আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। এ ছাড়া ২০১৬ সালের ৩ নভেম্বর এ বি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে ঢাকার মহানগর হাকিম আদালতে মানহানির মামলাটি করেছিলেন।

সর্বশেষ খবর