রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চামড়া নিয়ে কারা খেলছে, খুঁজছে সরকার : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা যে হারে বেড়েছে সেই হিসেবে ট্যানারির সংখ্যা বাড়েনি। এই সুযোগ নিয়ে একটি চক্র চামড়ার দরপতনের খেলায় নেমেছে। এই চামড়ার দরপতনের খেলায় যারা মেতেছে, সরকার তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি   এসব কথা বলেন। বঙ্গবন্ধু হত্যার চক্রান্তের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচনের জন্য কমিশন গঠনের দাবি জানিয়ে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা জড়িত এবং পেছন থেকে যারা মদদ দিয়েছে, তাদের খুঁজে বের করতে কমিশন গঠনের দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, বিএসএমএমইউয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব উমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। হাছান মাহমুদ বলেন, চামড়াশিল্পে রপ্তানি আয় ৪০০ মিলিয়ন ডলার থেকে ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এবার কিন্তু চামড়া উৎপাদনও বেড়েছে। আজ থেকে ১০ বছর আগে যে পরিমাণ পশু জবাই হতো এখন তার চেয়ে দ্বিগুণ হচ্ছে। আগে ৫০ থেকে ৬০ লাখ পশু কোরবানি হতো, এখন হয় প্রায় এক কোটি। তবে সে তুলনায় ট্যানারির সংখ্যা বাড়েনি। আবার কিছু কিছু ট্যানারি বন্ধও হয়ে গেছে। এই সুযোগে একটি মহল চামড়া নিয়ে দরপতনের খেলায় মেতেছিল। এটা নিয়ে ফখরুল সাহেবও রাজনীতি করার চেষ্টা করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেব অভিযোগ করেছেন সরকার পাট ও চামড়াশিল্পকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু দেশের পাটশিল্পকে ধ্বংস করেছে বিএনপি।

সর্বশেষ খবর