ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে জব্দ করা ইয়াবা চুরির ঘটনা ঘটেছে। গত ১৬ আগস্ট রাতে ডিবি পশ্চিম বিভাগের সহকারী কমিশনার (এসি) মজিবর রহমানের কক্ষের ড্রয়ার ভেঙে ৫ হাজার পিস ইয়াবা চুরি হয়। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা করেন ডিবি পুলিশের পরিদর্শক শাহাবুদ্দিন খলিফা। পরে চুরির অভিযোগে গত মঙ্গলবার কনস্টেবল সোহেল রানাকে (৩৮) গ্রেফতার করা হয়। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, কনস্টেবল সোহেল রানা ১৮ বছর ধরে পুলিশে চাকরি করছেন। গত কয়েক বছর ধরে তিনি ডিবি কার্যালয়ের উত্তরা জোনাল টিমের অধীনে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের কাকনা গ্রামে। ডিবি পুলিশ সূত্র জানায়, পুরান ঢাকার গে ারিয়া থানার এক মাদক মামলায় গত ৩০ জুলাই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এগুলো মামলার আলামত হিসেবে এসি মজিবর রহমানের কক্ষের একটি ড্রয়ারে রাখা হয়। গত ১৬ আগস্ট রাতে ওই ড্রয়ার ভেঙে ইয়াবাগুলো চুরি হলে পরদিন সিসিটিভির ফুটেজ দেখে কনস্টেবল সোহেল রানাকে শনাক্ত করা হয়। পরে তার বাসায় জাজিমের নিচে ইয়াবাগুলো পাওয়া যায়। চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রু ড্রাইভারও পাওয়া যায় সেখানে।
গতকাল ডিবি পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান জানান, সোহেল রানা প্রথমে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে চুরির কথা স্বীকার করে।