শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু আক্রান্ত রোগী কমছে

ঢাকা ও সাতক্ষীরায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ সারা দেশের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত তিন দিনে আক্রান্ত রোগীর সংখ্যা নিম্নমুখী। তবে বৃষ্টি বাড়াচ্ছে ডেঙ্গু মোকাবিলার ঝুঁকি।

গতকাল রাজধানীর শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শাহানারা খাতুন (৩৫) নামে এক নারী মারা গেছেন। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, হালকা গুড়িগুড়ি বৃষ্টি মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করে। জমাট বাঁধা পানিতে মশা লার্ভা ছাড়ার সুযোগ পায়। মশার উৎস ধ্বংসে জোর দিতে হবে। ডেঙ্গু রোগী আগের তুলনায় কিছুটা কমেছে তবে মশক নিধন না করতে পারলে যে কোনো সময় বাড়তে পারে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৬ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৬৮৯ জন এবং অন্য বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৫৭ জন। গত বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ঢাকায় ৭৬১ জন এবং অন্য বিভাগে আক্রান্ত হয়েছেন ৮৩৬ জন। গত বুধবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৬ জন। এর মধ্যে ঢাকায় ৭১১ জন এবং অন্য বিভাগে আক্রান্ত হয়েছেন ৯১৫ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৩৮ জন। এর মধ্যে ৫৪ হাজার ৯৫৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, সার্বিকভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে। ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা আগের চেয়ে বহুলাংশে বেড়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টায় মশা নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার কারণে ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, সাতক্ষীরায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে শাহানারা খাতুন (৩৫) নামে আরও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার মধ্য রাতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪২ জন রোগী। এর মধ্যে জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৮ জন। এ ছাড়াও উপজেলা হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন রোগী। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন রোগী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর