Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৭ নভেম্বর, ২০১৯ ২৩:৩৯

দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে দায়িত্ব পালন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে দায়িত্ব পালন করতে হবে
ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অঙ্গীকার তা বাস্তবায়নে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নিজের প্রতি যেমন নিজের অঙ্গীকার রয়েছে, তেমনি নিজের দায়িত্বের প্রতিও অঙ্গীকার থাকতে হবে। ভারতের সিবিআই একাডেমিতে সাম্প্রতিক প্রশিক্ষণ গ্রহণকারী দুদক কর্মকর্তাদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সেশনে গতকাল তিনি এ কথা বলেন। দুদকের প্রধান কার্যালয়ে এই সেশন অনুষ্ঠিত হয়। দুদক চেয়ারম্যান বলেন, দুদকের যেসব কর্মকর্তা বিদেশে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং করবেন তাদের নিজ নিজ দাফতরিক কাজে এর অন্তত একটি লার্নিংয়ের প্রয়োগ ঘটাতে হবে। এক্ষেত্রে পদ্ধতিগত  কোনো সমস্যা হলে সবার মতামত নিয়ে একটি পদ্ধতি উদ্ভাবন করবেন এবং তা কমিশন বিচার-বিশ্লেষণ করে কমিশনের কর্ম-প্রক্রিয়ায় সংযুক্ত করবে। তিনি বলেন, দুদক সিবিআইর আদলে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের ক্ষেত্রে মামলা দায়েরের সঙ্গে সঙ্গে আইনি প্রক্রিয়ায় ওইসব সম্পদ জব্দ করতে পারে এবং এটা করাই সমীচীন বলে আমি মনে করি। এ ছাড়া ফাঁদ মামলায় আসামিদের গ্রেফতারের সঙ্গে সঙ্গে তাদের বাসায় তল্লাশি করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। ইকবাল মাহমুদ বলেন, আইন অনুসারে কমিশন অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। তবে আমাদের সক্ষমতার কিছুটা ঘাটতি রয়েছে। আর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই কর্মকর্তা-কর্মচারীদের দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, দেশের মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অঙ্গীকার তা বাস্তবায়নে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নিজের প্রতি যেমন নিজের অঙ্গীকার রয়েছে, তেমনি নিজের দায়িত্বের প্রতিও অঙ্গীকার থাকতে হবে। এ সময় তিনি দুদকের  গোয়েন্দা ইউনিটের প্রধানকে উদ্দেশ্য করে বলেন, জনশ্রুতি রয়েছে এমন দুর্নীতিপ্রবণ ২৮টি দফতরের কুখ্যাত দুর্নীতিবাজ কর্মকর্তাদের গতিবিধির প্রতি দৃষ্টি রাখতে হবে। যাতে তারা ঘুষ খাওয়ার সুযোগ ও সাহস না পায়। এরা যেন দুর্নীতি করার ধৃষ্টতা না দেখায়। তারপরও দুর্নীতি করলেই তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগ করতে হবে। এ সময় দুদকের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালক এ এন এম আল ফিরোজ, সাঈদ মাহবুব খান, মো. জহির রায়হান, এ কে এম  সোহেল, পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, মো. মঞ্জুর  মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মন্তব্য