মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এশিয়ান এজের পাঁচজনের বিরুদ্ধে এক্সিম ব্যাংকের মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদক

এশিয়ান এইজ পত্রিকার সম্পাদনা পর্ষদের চেয়ারম্যান শোয়েব চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন এক্সিম ব্যাংকের পরিচালক ও নাসা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীরপ্রতীক (বার)। গতকাল ঢাকার মহানগর মুখ্য হাকিমের আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন। পরে মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অন্য চার আসামি হলেন- এডিটর-ইন-চিফ ড. জেসমিন চৌধুরী, এডিটর-ইন-চার্জ সৈয়দ বদরুল আহসান, এডিটর-এট-লার্জ অভিরুক সেন, পত্রিকাটির প্রকাশক মো. আল আমিন চৌধুরী এবং রিপোর্টার পি আর বিশ্বাস। মামলায় পত্রিকাটিতে দেশের ব্যাংকিং খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশে অভিযোগ আনা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, দ্য এশিয়ান এইজ পত্রিকায় গত ২৪ অক্টোবর ২০১৯ মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বিকৃত, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত একটি প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদন প্রকাশের ফলে দেশ ও বিদেশে মো. নজরুল ইসলাম মজুমদার হেয়প্রতিপন্ন হয়েছেন এবং তার মানহানি হয়েছে বলে লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীরপ্রতীক (বার) দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর