সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বাজারজুড়ে অস্থিতিশীলতা

সংকটের জন্য প্রকৃতিকে দায়ী করলেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশে পিয়াজের উৎপাদন ভালো হলেও বৃষ্টির কারণে কৃষকরা তা ঘরে তুলতে পারেননি। প্রাকৃতিক কারণে এই সংকট তৈরি হয়েছে। আর হঠাৎ ভারত পিয়াজের  রপ্তানি নিষিদ্ধ করবে, এটা সরকার চিন্তাও করেনি। পরিস্থিতি এমন যে, প্রকৃতি এবং ভারতের সিদ্ধান্তের কারণে এ অবস্থায় আমরা পড়েছি। এটা সাময়িক। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ করতে সরকার আগামী পিয়াজের মৌসুমে আমদানি বন্ধ রাখবে। যাতে আমাদের চাষিরা সঠিক মূল্য পান। এটা আমরা করবই। এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে নতুন পিয়াজ বাজারে আসবে। এতে পিয়াজের দাম কমে যাবে। দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আমার বিশ্বাস। পিয়াজ নিয়ে বাজার মনিটরিংয়ের ব্যর্থতা সরকার স্বীকার করবে কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- মনিটরিং করে বাজার খুব একটা নিয়ন্ত্রণ করা যায় না। পুলিশ-র‌্যাব দিয়ে বাজার নিয়ন্ত্রণ হয় না। বাজার নিয়ন্ত্রণ হবে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে। ভারত এমনভাবে পিয়াজ রপ্তানি নিষিদ্ধ করবে, এটা আমরা ভাবিনি।

সর্বশেষ খবর