প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের মাটিতে গোলাপি বলের প্রথম টেস্ট ম্যাচ উদ্বোধনকে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও একটি ইতিবাচক ঘটনা বলে অভিহিত করেছেন সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন অত্যন্ত গভীর। সেখানে ভারত-বাংলাদেশের একটি ঐতিহাসিক টেস্ট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এটা আরেকটি ইতিবাচক ঘটনা। একে মাইলফলক সফর বলা যাবে না। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে আলাপচারিতায় বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না। বিশেষ করে তিস্তা নদীর পানি বণ্টন বা অভিন্ন নদীর পানি বণ্টনে বরফ গলার কথা নয়। যদ্দুর জেনেছি, আমাদের প্রধানমন্ত্রী সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে একটিমাত্র বৈঠক করবেন। এর বাইরে আর কোনো উচ্চ পর্যায়ের বৈঠক আছে বলে মনে হয় না। শমসের মবিন চৌধুরী বলেন, নদীর পানি বণ্টনের ক্ষেত্রে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় বা দায়িত্বপ্রাপ্ত কেউ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী নেই। ভারত সরকারের পক্ষ থেকে পানি নিয়ে কথা বলারও সেখানে কাউকে দেখা যায়নি। এ ক্ষেত্রে এ সফর বলা যায় অনেকটাই প্রতীকী। এর বেশি কিছু আশা করাটা মনে হয় অবাস্তব হবে। তিনি বলেন, খেলাধুলার সম্পর্ক আন্তর্জাতিক সংস্কৃতির আদান-প্রদানের মধ্যেই পড়ে। সে ক্ষেত্রে এটা একটা ইতিবাচক দিক। ভারতে সর্বপ্রথম একটি দিনরাতের গোলাপি বলের টেস্ট ক্রিকেট ম্যাচের উদ্বোধন হলো। এটাই ইতিহাসে মাইলফলক। ওখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কেউ আছেন বলেও মনে হয় না। বিস্তারিত আলাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই এ সফর প্রতীকী, সৌজন্যমূলক।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া