প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের মাটিতে গোলাপি বলের প্রথম টেস্ট ম্যাচ উদ্বোধনকে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও একটি ইতিবাচক ঘটনা বলে অভিহিত করেছেন সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন অত্যন্ত গভীর। সেখানে ভারত-বাংলাদেশের একটি ঐতিহাসিক টেস্ট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এটা আরেকটি ইতিবাচক ঘটনা। একে মাইলফলক সফর বলা যাবে না। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে আলাপচারিতায় বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না। বিশেষ করে তিস্তা নদীর পানি বণ্টন বা অভিন্ন নদীর পানি বণ্টনে বরফ গলার কথা নয়। যদ্দুর জেনেছি, আমাদের প্রধানমন্ত্রী সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে একটিমাত্র বৈঠক করবেন। এর বাইরে আর কোনো উচ্চ পর্যায়ের বৈঠক আছে বলে মনে হয় না। শমসের মবিন চৌধুরী বলেন, নদীর পানি বণ্টনের ক্ষেত্রে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় বা দায়িত্বপ্রাপ্ত কেউ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী নেই। ভারত সরকারের পক্ষ থেকে পানি নিয়ে কথা বলারও সেখানে কাউকে দেখা যায়নি। এ ক্ষেত্রে এ সফর বলা যায় অনেকটাই প্রতীকী। এর বেশি কিছু আশা করাটা মনে হয় অবাস্তব হবে। তিনি বলেন, খেলাধুলার সম্পর্ক আন্তর্জাতিক সংস্কৃতির আদান-প্রদানের মধ্যেই পড়ে। সে ক্ষেত্রে এটা একটা ইতিবাচক দিক। ভারতে সর্বপ্রথম একটি দিনরাতের গোলাপি বলের টেস্ট ক্রিকেট ম্যাচের উদ্বোধন হলো। এটাই ইতিহাসে মাইলফলক। ওখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কেউ আছেন বলেও মনে হয় না। বিস্তারিত আলাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই এ সফর প্রতীকী, সৌজন্যমূলক।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা