শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কারাগার থেকেই আসে আইএসের তিন টুপি

পুলিশের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারি হামলা মামলার রায়ের পর আদালতে আসামির মাথায় কথিত আইএসের প্রতীক সংবলিত টুপি নিয়ে এখনো বিতর্ক চলছে। দায় এড়াতে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে কারা কর্তৃপক্ষ ও পুলিশ। এমন পরিস্থিতিতে উভয় কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করে। কারাগার থেকেই আইএসের প্রতীক সংবলিত টুপি আনা হয়েছিল- পুলিশের এমন বক্তব্যের বিপরীতে ‘ওই ঘটনায় কারাগারের কারও সংশ্লিষ্টতা নেই’- বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ। গতকাল সংশ্লিষ্ট দফতরে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গঠিত তদন্ত কমিটি। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্তে কারাগারের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে- আসামিরা আদালতে আসার সময় কারাগারে তাদের তল্লাশি করা হয়েছে। এ সময় তাদের কাছে দুটি সাদা টুপি এবং একটি কালো টুপি ছিল। তবে কারা কর্তৃপক্ষ সেই টুপিগুলো আনতে বাধা দেননি। পোশাকের অংশ হিসেবে টুপি আনতে বাধা দেওয়ার কথাও না।

 ডিএমপির তদন্ত কমিটির প্রধান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, তাদের তদন্ত সম্পন্ন হয়েছে। কারাগার থেকে আসা তিনটি টুপির মধ্যে সাদা টুপিও আছে, কালো টুপি এবং ওই টুপিও (আইএস) আছে বলে তদন্তে পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর