মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পুরুষের চেয়ে নারীর শাসন ভালো : ওবামা

প্রতিদিন ডেস্ক

পুরুষের চেয়ে নারীর শাসন ভালো : ওবামা

পুরুষের চেয়ে নারীর শাসন নিঃসন্দেহে ভালো উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সব দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি নারীদের হাতে তুলে দেওয়া যেত, তাহলে সার্বিকভাবে বিশ্বের উন্নতি ঘটত। বিবিসি। ওবামা এও বলেছেন, নারী হয়তো একেবারে নিখুঁত নয়, কিন্তু পুরুষের চেয়ে যে ভালো সে বিষয়ে কোনো বিতর্ক চলে না। ওবামা ফাউন্ডেশনের কর্মসূচির অংশ হিসেবে স্ত্রী মিশেলকে নিয়ে সম্প্রতি কুয়ালালামপুর সফর করা বারাক ওবামা সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে নারী নেতৃত্ব নিয়ে এ মন্তব্য করেন। সেখানে রাজনৈতিক মেরুকরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কীভাবে মিথ্যা ছড়ানো হচ্ছে- তা নিয়েও তিনি কথা বলেন। তিনি উল্লেখ করেন, পুরো বিশ্ব নারীর শাসনে থাকলে কেমন হতো- তা নিয়ে তিনি গভীরভাবে ভেবেছেন হোয়াইট হাউসের দিনগুলোতে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, যদি শুধু দুটো বছর পৃথিবীর সব দেশ নারীর শাসনে চলত, তাহলে আপনারা দেখতে পেতেন, জীবনযাত্রার মানসহ প্রায় সব ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর