সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুদকের মামলায় রুপন পাঁচ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

দুর্নীতির মামলায় রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা রুপন ভূঁইয়াকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। পাশাপাশি তার ভাই এনামুল হক এনুকে দুর্নীতির আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।  গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। গত ১৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে রুপন ও এনুকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরে  দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার এনু ছিলেন গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার ভাই রুপন ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। 

সর্বশেষ খবর