শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কাবুলে কাশ্মীর দিবস পালনের পাকিস্তানি প্রচেষ্টা ভণ্ডুল

প্রতিদিন ডেস্ক

পশতুন তাহাফফুজ মুভমেন্ট (পিটিএম) নেতা মনজুর পশতুনের মুক্তি দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তান দূতাবাসের বাইরে তুমুল বিক্ষোভ হয়েছে গত বুধবার। এর ফলে কাশ্মীর দিবস উপলক্ষে পাকিস্তান দূতাবাস ওই দিন অনুষ্ঠান আয়োজনের যে চেষ্টা নিয়েছিল তা ভ-ুল হয়ে যায়।

বার্তা সংস্থার খবরে বলা হয়, কাশ্মীরের নির্যাতিত মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশের উদ্দেশ্যে পাকিস্তান প্রতি বছর ৫ ফেব্রুয়ারি এ দিবস পালন করে থাকে। দিবসটি পালনের জন্য কাবুলে যে হোটেল বুক করা হয়েছিল, বিক্ষোভ দেখে সেই বুকিং হোটেল কর্তৃপক্ষ বাতিল করে দেয়। পাকিস্তানি মিলিটারির হাতে লোকজন গুম হয়ে যাওয়া ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদ করে আসছে পিটিএম। সংগঠনটির নেতা মনজুর পশতুনকে ২৫ জানুয়ারি রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়। কাবুলের মতো বুধবার বিকালে ঢাকা নগরীতেও পাকিস্তান হাইকমিশনের বাইরে সচেতন নাগরিক কমিটি বাংলাদেশ নামে একটি সংগঠন বিক্ষোভ করে। এ সময় হাইকমিশনে ‘কাশ্মীর দিবস’-এর অনুষ্ঠান আয়োজন চলছিল। বিক্ষোভকারীরা সন্ত্রাসী ও জঙ্গিদের পাকিস্তানের আশ্রয়দান ও পৃষ্ঠপোকতার বিরুদ্ধে স্লোগান দেয়। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনেও বিক্ষোভ হয়েছে। এর আয়োজক বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। বিক্ষোভকারীদের হাতে পোস্টার ও ব্যানারে লেখা ছিল- ‘ধিক, ’৭১-এর ঘাতক পাকিস্তান’, ‘মুজিব হত্যাকারীদের আশ্রয়দান বন্ধ কর পাকিস্তান’, ‘কাশ্মীরে সন্ত্রাসী পাঠানো বন্ধ কর’ ও ‘বেলুচিস্তানে মানবাধিকার কোথায়?’

সর্বশেষ খবর