বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন থেকে আরও এক রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন নৌবাহিনীর সদস্যরা। তাকে সেন্টমার্টিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে সেন্টমার্টিন থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১৫ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় গতকাল কোস্টগার্ড কর্মকর্তা এম এস ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় ১৯ দালালের বিরুদ্ধে মামলা করেছেন। জীবিত উদ্ধার ৭৩ জনের মধ্যে দুজন বাংলাদেশি ও দুজন রোহিঙ্গাসহ চার দালালকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত আটক চারজনসহ আটজন দালালকে গ্রেফতার দেখানো হয়েছে। বেপরোয়া এ দালাল চক্রের অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধার ৬৯ জন রোহিঙ্গা টেকনাফ থানায় রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এসব রোহিঙ্গাকে সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানো হবে। এখনো নিখোঁজদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড। বাংলাদেশ নৌবাহিনীর সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. এস এম জাহিদুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছেন নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। সেন্টমার্টিনের স্থলভাগ থেকে মুমূর্ষু অবস্থায় আরও একজন রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে সেন্টমার্টিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ প্রসঙ্গত, টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সাগর উপকূল হয়ে ১৩৮ জন যাত্রী নিয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের ৩ নটিক্যাল মাইল দূরে মঙ্গলবার সকালে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায় বহনকারী ট্রলারটি। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃতদেহ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক।
শিরোনাম
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ট্রলারে মালয়েশিয়া পাচারে বেপরোয়া দালাল চক্র
সাগরে ট্রলারডুবিতে এখনো নিখোঁজ ৫০, ১৯ দালালের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর