বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন থেকে আরও এক রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন নৌবাহিনীর সদস্যরা। তাকে সেন্টমার্টিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে সেন্টমার্টিন থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১৫ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় গতকাল কোস্টগার্ড কর্মকর্তা এম এস ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় ১৯ দালালের বিরুদ্ধে মামলা করেছেন। জীবিত উদ্ধার ৭৩ জনের মধ্যে দুজন বাংলাদেশি ও দুজন রোহিঙ্গাসহ চার দালালকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত আটক চারজনসহ আটজন দালালকে গ্রেফতার দেখানো হয়েছে। বেপরোয়া এ দালাল চক্রের অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধার ৬৯ জন রোহিঙ্গা টেকনাফ থানায় রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এসব রোহিঙ্গাকে সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানো হবে। এখনো নিখোঁজদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড। বাংলাদেশ নৌবাহিনীর সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. এস এম জাহিদুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছেন নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। সেন্টমার্টিনের স্থলভাগ থেকে মুমূর্ষু অবস্থায় আরও একজন রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে সেন্টমার্টিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ প্রসঙ্গত, টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সাগর উপকূল হয়ে ১৩৮ জন যাত্রী নিয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের ৩ নটিক্যাল মাইল দূরে মঙ্গলবার সকালে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায় বহনকারী ট্রলারটি। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃতদেহ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক।
শিরোনাম
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন
- ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত
- যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
- বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩
- নাশকতা প্রতিরোধে মাঠে সোনারগাঁ বিএনপি
- দিলারা জামানকে নিয়ে সাত পর্বের ধারাবাহিক
- উইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৮ মামলা
- সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক
- মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের : রিজভী
- পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
- মিরপুরে ককটেলসহ একজন গ্রেফতার
- চাপাইনবাবগঞ্জে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
- পঞ্চদশ সংশোধনী : লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা
ট্রলারে মালয়েশিয়া পাচারে বেপরোয়া দালাল চক্র
সাগরে ট্রলারডুবিতে এখনো নিখোঁজ ৫০, ১৯ দালালের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর