বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগকে আগাছামুক্ত করতে চাই

গোপালগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগকে আগাছামুক্ত করতে চাই

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষে আওয়ামী লীগকে আমরা আগাছামুক্ত করতে চাই। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা হবেন তারা যারা আওয়ামী লীগের দুঃসময়ে ছিলেন। গতকাল কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আাওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ভবেন্দ্রনাথ বিশ্বাসকে সভাপতি ও মো. আয়নাল হোসেন শেখকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি করা হয়। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে কোনো সুবিধাবাদীর স্থান নেই। কোনো হাইব্রিড বসন্তের কোকিলরা আওয়ামী লীগের নেতা হতে পারবেন না। আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত কর্মীরা নেতা হবেন। সেতুমন্ত্রী বলেন, মুজিববর্ষে আমরা সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। আমরা আর কোনো অন্ধকারের অপশক্তি দেখতে চাই না। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে যে অন্ধকারের পরাশক্তি পরাজিত হয়েছে, এ অপশক্তিকে ক্ষমতায় আসতে দেব না। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এমদাদুল হক চৌধুরী।

 বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, শেখ হেলাল উদ্দিন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শেখ সালাহউদ্দিন জুয়েল, মির্জা আজম এমপি, এস এম কামাল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর