শিরোনাম
সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শপথ নিলেন কেজরিওয়াল

প্রতিদিন ডেস্ক

শপথ নিলেন কেজরিওয়াল

‘হাম হোঙ্গে কামিয়াব’ গান গেয়ে লক্ষ মানুষের সামনে শপথ গ্রহণ করেছেন ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুলভাবে বিজয়ী আম আদমি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গতকাল দিল্লির রামলীলা ময়দানে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হলেন কেজরিওয়াল। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস। স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় এ শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। এদিনই শপথ নিয়েছেন কেজরিওয়াল মন্ত্রিসভার বাকি সদস্যরাও। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মণীশ সিসোদিয়া, গোপাল রাই, কৈলাশ গেহলট ও ইমরান হুসেন। শপথের মঞ্চ থেকে কেজরিওয়াল বলেন, ‘গত পাঁচ বছর দল দেখে নয়, সবার জন্য উন্নয়নের কাজ করেছি। রাজনীতিকে বড় করে দেখিনি। আগামী পাঁচবছরও সবাই একযোগে দিল্লির উন্নয়নে কাজ করব। এখন থেকে ২ কোটি দিল্লিবাসী আমার পরিবারের সদস্য। তাই সমস্যা হলে আমাকে বলতে দ্বিধা করবেন না।’ শপথ অনুষ্ঠান উপলক্ষে এদিন সকাল থেকেই দিল্লিবাসী উচ্ছ্বাসে মেতে ছিলেন। তবে লক্ষণীয় বিষয় ছিল, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশগ্রহণ করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন না, কারণ তাঁদের আমন্ত্রণই জানানো হয়নি। কেজরিওয়ালের ঘনিষ্ঠরা জানান, শপথ অনুষ্ঠানকে ‘দিল্লিকেন্দ্রিক’ রাখতে চেয়েছে কেজরি অ্যান্ড কোম্পানি। ব্যস্ততার জন্য আসেননি প্রধানমন্ত্রী মোদি। তবে আমন্ত্রণ জানানো হয়নি অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীদের। তালিকায় ছিল না অন্য কোনো দলের বড় নেতার নামও। ফলে কেজরির শপথ মঞ্চ বিজেপিবিরোধী দলগুলোর শক্তি প্রদর্শনের ক্ষেত্র হতে পারেনি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর