‘হাম হোঙ্গে কামিয়াব’ গান গেয়ে লক্ষ মানুষের সামনে শপথ গ্রহণ করেছেন ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুলভাবে বিজয়ী আম আদমি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গতকাল দিল্লির রামলীলা ময়দানে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হলেন কেজরিওয়াল। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস। স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় এ শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। এদিনই শপথ নিয়েছেন কেজরিওয়াল মন্ত্রিসভার বাকি সদস্যরাও। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মণীশ সিসোদিয়া, গোপাল রাই, কৈলাশ গেহলট ও ইমরান হুসেন। শপথের মঞ্চ থেকে কেজরিওয়াল বলেন, ‘গত পাঁচ বছর দল দেখে নয়, সবার জন্য উন্নয়নের কাজ করেছি। রাজনীতিকে বড় করে দেখিনি। আগামী পাঁচবছরও সবাই একযোগে দিল্লির উন্নয়নে কাজ করব। এখন থেকে ২ কোটি দিল্লিবাসী আমার পরিবারের সদস্য। তাই সমস্যা হলে আমাকে বলতে দ্বিধা করবেন না।’ শপথ অনুষ্ঠান উপলক্ষে এদিন সকাল থেকেই দিল্লিবাসী উচ্ছ্বাসে মেতে ছিলেন। তবে লক্ষণীয় বিষয় ছিল, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশগ্রহণ করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন না, কারণ তাঁদের আমন্ত্রণই জানানো হয়নি। কেজরিওয়ালের ঘনিষ্ঠরা জানান, শপথ অনুষ্ঠানকে ‘দিল্লিকেন্দ্রিক’ রাখতে চেয়েছে কেজরি অ্যান্ড কোম্পানি। ব্যস্ততার জন্য আসেননি প্রধানমন্ত্রী মোদি। তবে আমন্ত্রণ জানানো হয়নি অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীদের। তালিকায় ছিল না অন্য কোনো দলের বড় নেতার নামও। ফলে কেজরির শপথ মঞ্চ বিজেপিবিরোধী দলগুলোর শক্তি প্রদর্শনের ক্ষেত্র হতে পারেনি।
শিরোনাম
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
শপথ নিলেন কেজরিওয়াল
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর