বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
সমস্যা অঙ্গ-সহযোগী সংগঠনে

বিএনপির বিশৃঙ্খল সকল সংগঠন গোছানোর নির্দেশ

মাহমুদ আজহার

বিএনপির বিশৃঙ্খল সকল সংগঠন গোছানোর নির্দেশ

দ্রুত দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো গুছিয়ে ফেলার দিকনির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি কারাগারে থাকা দলের প্রধান বেগম খালেদা জিয়াও এ বার্তা দিয়েছেন বলে জানা গেছে। তাঁদের নির্দেশনায় অঙ্গ-সংগঠনের কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। দু-একটি ছাড়া প্রায় সব অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মকান্ডে ক্ষুব্ধ দলের নীতিনির্ধারকরা। বিশেষ করে সদ্য সমাপ্ত ঢাকার দুই সিটি ভোটে দু-একটি অঙ্গ-সংগঠন ছাড়া বাকিদের ভূমিকায় হতাশ দল। আগামী দুই মাসের মধ্যে সব অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি গঠনে অলিখিত আলটিমেটাম দেওয়া হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার এক মাস পর আবারও ১১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২০১৭ সালেও আংশিক কমিটি ঘোষণা করা হয়। দু-এক দিনের মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা। আগামী দুই মাসের মধ্যেই কৃষক দলের কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা জানালেন সংগঠনটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয়তাবাদী ছাত্রদলের ৬০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছে। বাকি ৪১ সদস্যের কমিটিও খুব দ্রুত ঘোষণা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটি হওয়া তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ অন্য অঙ্গ-সংগঠনগুলোকেও দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের কঠোর বার্তা দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলো গোছানোর প্রক্রিয়া চলছে। এরই মধ্যে অধিকাংশ জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। অঙ্গ-সংগঠনগুলো গোছানোর কাজও দ্রুত চলছে।’

তৃণমূল নেতা-কর্মীরা বিএনপির হাইকমান্ডের কাছে দাবি করেছেন, ছাত্রদলের মতো সামনে বিএনপিসহ সব অঙ্গ-সংগঠনের কমিটিই যেন কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়। কেন্দ্র থেকে তৃণমূলের সব কমিটিই যেন নির্বাচিত প্রতিনিধি হয়। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি যেহেতু আগেই ঘোষিত হয়েছে, তাই এদের দিয়েই আপাতত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে। তবে তাদের মেয়াদ বেশি দিন থাকবে না। পরবর্তী এ দুই সংগঠনের কমিটি হবে কাউন্সিলে নির্বাচনের মাধ্যমে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বেগম জিয়াকে মুক্ত করা আমাদের একটি বড় চ্যালেঞ্জ। আমরা আইনি প্রক্রিয়ার সঙ্গে রাজপথে আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছি। এর আগেই আমরা দল ও অঙ্গ-সংগঠনগুলো গুছিয়ে ফেলতে চাই।’ গত বছরের ১৮ সেপ্টেম্বর রাতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন আর সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন শ্যামল। এরপর ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। বাকি ৪১ সদস্যের কমিটি ঘোষণা হবে শিগগিরই। ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হবে ১০১ সদস্যের।

যুবদল সূত্রে জানা যায়, কয়েক দফা আলটিমেটাম দেওয়ার পর যুবদল ৫ সদস্য থেকে ১১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে। যে কমিটি ঘোষণা করা হয়েছে, তাতে সাবেক ছাত্রনেতারা খুব একটা ঠাঁই পাননি। যুবদলের সাবেক কিছু নেতার পাশাপাশি ব্যবসায়ী একটি শ্রেণির ঠাঁই মিলেছে নতুন কমিটিতে। তবে যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, তারা একটি খসড়া কমিটি লন্ডনে পাঠিয়েছেন। সেটা কাটছাঁট হয়ে ১১৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বাকি কমিটিও শিগগিরই ঘোষণা করা হবে।

আংশিক কমিটি দিয়ে মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে স্বেচ্ছাসেবক দলের। সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, তারা একটি খসড়া কমিটি অনেক আগেই লন্ডনে পাঠিয়েছেন। এখনো তা অনুমোদন হয়নি। যে কোনো দিন স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির আশাবাদ ব্যক্ত করেছেন নেতারা। তাদের মতে, যুবদলের কমিটি হয়েছে। এবার স্বেচ্ছাসেবক দলের কমিটিরও ঘোষণা আসবে। এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘নানাবিধ কারণে যথাসময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। আমরা আশা করছি, স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।’

যুবদলের নতুন কমিটির সঙ্গে তারেক রহমান : আংশিক কমিটি দেওয়ার পর দুই দফা যুবদলের নেতাদের সঙ্গে স্কাইপে কথা বলেছেন তারেক রহমান। দুই দফা গুলশান ও নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনকে গতিশীল করার পাশাপাশি আগামীতে আন্দোলন কর্মসূচি জোরদার করতে দিকনির্দেশনা দেন তিনি। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করতে নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবনেতারা উপস্থিত ছিলেন। যুবদলের ফরিদপুর বিভাগীয় দায়িত্ব পাওয়া সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের সংগঠন ও চলমান রাজনীতি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দিনে আমাদের করণীয় নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করাই আমাদের নতুন কমিটির বড় চ্যালেঞ্জ বলে মনে করি।’

সর্বশেষ খবর