শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সরকারকে হাজার কোটি টাকা দিতে রাজি গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

আইনের প্রতি সম্মান জানিয়ে সরকারকে এক হাজার কোটি টাকা দিতে রাজি হয়েছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। আপিল বিভাগের নির্দেশে আগামীকাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিকে এই টাকা দেবে গ্রামীণফোন। গতকাল গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য দিয়েছেন  গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মো. হাসান। এর আগে বিটিআরসির নিরীক্ষা দাবির পাওনা এক হাজার কোটি টাকা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেয় আপিল বিভাগ। গত ২০ ফেব্রুয়ারি এ নির্দেশ দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ। গত ২৪ নভেম্বর আপিল বিভাগ প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনার মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এ আদেশ রিভিউ চেয়ে আবেদন করে গ্রামীণফোন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর