বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন দিতে হবে আজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংক্রান্ত সর্বশেষ স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করতে হবে আজকের মধ্যে। গত রবিবার হাই কোর্টের দেওয়া আদেশ কোনো প্রকার ব্যর্থতা ছাড়া এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এ নির্দেশ দিয়েছিল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে এমন আদেশ দেয় আদালত। গত ১২ ডিসেম্বর এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ। তার আগে এ মামলায় জামিন আবেদন খারিজ করেছিল হাই কোর্ট। এরপর গত ১৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে আবারও জামিন চেয়েছেন তার আইনজীবীরা। ২০১৮ সালের ২৯ অক্টোবর এ মামলার রায় ঘোষণা করে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. মো. আকতারুজ্জামান। রায়ে খালেদা জিয়া ছাড়া বাকি তিন আসামিকেও সাত বছর করে কারাদ  দেওয়া হয়। প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদ  দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে ২০১৯ সালের ৩০ এপ্রিল তা শুনানির জন্য গ্রহণ করে অর্থদ  স্থগিত করে হাই কোর্ট।

সর্বশেষ খবর