শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

ক্রিকেটে ইতিহাস গড়লেন লিটন

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

ক্রিকেটে ইতিহাস গড়লেন লিটন

অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচ! ভক্তরা ‘শাবাশ মাশরাফি’ ‘ধন্যবাদ প্রিয় অধিনায়ক’ ‘বিদায় নেতা’ লেখা ব্যানার নিয়ে এসেছিলেন খেলা দেখতে। কিন্তু তাদের চিৎকার করতে হলো ‘লিটন’ ‘লিটন’ বলে! ১৭৬ রানের অতিমানবীয় এক ইনিংস খেলে ম্যাচের সব আলো যেন নিজের দিকে নিলেন বাংলাদেশ দলের এই তারকা ওপেনার। স্কোর বোর্ডে বইয়ে দিলেন রেকর্ডের বন্যা। লিটনের ১৪৩ বলের ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি ও ৮টি বিশাল ছক্কা। আগের ম্যাচেই ১৫৮ রান করে নিজের রেকর্ড নিজেই ভেঙে ছিলেন তামিম ইকবাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল তার সামনেই রেকর্ডটি ভেঙে দিলেন লিটন। রেকর্ড ভাঙার পর তামিমই অভিনন্দন জানালেন লিটনকে। তবে শেষ দিকে লিটন যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরি যেন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ২৪ রান দূরে থাকতে ছক্কা মারতে গিয়ে ক্যাচ হয়ে যান এই ওপেনার। সেঞ্চুরি করেছেন ১১০ বলে। উইলিয়ামসের বলে পয়েন্ট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে। তবে সেঞ্চুরি পর্যন্ত অত্যন্ত সতর্ক ছিলেন লিটন। তখন কোনো ছক্কা ছিল না। পরের ৩৩ বলে করেছেন ৭৬ রান। লিটন কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এখানেই বোঝা যায়। কাল বৃষ্টির কারণে ২ ঘণ্টা ৩৮ মিনিট বন্ধ ছিল খেলা। ৪টা ৭ মিনিটে যখন খেলা বন্ধ হয় তখন লিটনের রান ছিল ১০২, বল মোকাবিলা করেছিলেন ১১৬টি। বৃষ্টির পর লিটন যেন টর্নেডো গতিতে ব্যাট চালান। মাত্র ২৭ বলে করেন ৭৪ রান। এ সময় তিনি ৮টি ছক্কা ও ৩টি বাউন্ডারি হাঁকিয়েছেন।

এই সিরিজে এটি লিটনের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম ম্যাচেও তিনি খেলেছিলেন ১২৬ রানের অসাধারণ এক ইনিংস। ওই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন। সেঞ্চুরির পর মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরিও অসম্ভব নয়। কিন্তু ১২৬ রান করার পর পেশিতে টান পড়ায় রিটায়ার্ট হার্ড হয়ে বাইশগজ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রান আউট। গতকাল ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন। একটুর জন্য হলো না। ডাবল সেঞ্চুরি না হলেও লিটন তার জাদুকরী ইনিংসে রাঙিয়ে দিয়েছেন তার ভক্তদের। রাঙিয়ে দিয়েছেন সিলেটবাসীকে। সমৃদ্ধ করেছেন বাংলাদেশের ক্রিকেটাতিহাসকেই। লিটনের এই ইনিংসটি যেন মাশরাফির জন্য উপহার। কারণ এটিই যে টাইগার ক্যাপ্টেনের বিদায়ী ম্যাচ।

সর্বশেষ খবর