বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

কোনো হাসপাতাল অস্বীকৃতি জানাতে পারবে না করোনা চিকিৎসায়

নিজস্ব প্রতিবেদক

দেশের সরকারি-বেসরকারি কোনো হাসপাতাল করোনাভাইরাস আক্রান্ত রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবে না। বরং প্রতিটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য বাধ্যতামূলক বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ড. আমিনুল হাসান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় বলা হয়, সরকারি-বেসরকারি সব হাসপাতাল কর্তৃপক্ষ-চিকিৎসক কোনো রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবেন না। যদি কোনো রোগীর করোনাভাইরাসের লক্ষণ থাকে তবে প্রথম চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে পিপিই পরিহিত দ্বিতীয় চিকিৎসকের কাছে পাঠাবেন। তিনি পিপিই পরিহিত অবস্থায় রোগীর চিকিৎসাসেবা প্রদান করবেন। নির্দেশনায় আরও বলা হয়, জেলা পর্যায়ে হাসপাতাল এবং অন্য সব হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স করোনা আক্রান্ত রোগী পরিবহনের কাজে (ড্রাইভার, পিপিইসহ) নির্দিষ্ট করতে হবে। ওই অ্যাম্বুলেন্সটি কোনোভাবেই সাধারণ রোগী পরিবহনের কাজে ব্যবহার করা যাবে না।

 বিভিন্ন হাসপাতালে করোনা উপসর্গের রোগীরা সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একইভাবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) টেস্ট করাতে বেগ পেতে হচ্ছে রোগী ও তার স্বজনদের। নভেল করোনাভাইরাসের উপসর্গ থাকা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক নার্সকে ঢাকায় এনেও পরীক্ষা করানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার স্বামী। তিনি বলেন, ‘চার দিন ধরে বলেও তার পরীক্ষার ব্যবস্থা করতে পারা যায়নি। তিনি এর আগে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ খবর