কভিড-১৯ বা নতুন করোনাভাইরাসের আক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি। তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পর্যাপ্ত পরীক্ষা করলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেত চীন ও ভারত। খবর এনডিটিভি, স্থানীয় সময় শুক্রবার মেইন রাজ্যে পিউরিটান মেডিকেল প্রোডাক্টস নামে একটি কোম্পানি পরিদর্শনে যান ট্রাম্প। কোম্পানিটি করোনাভাইরাসের নমুনা সংগ্রহের উপকরণ তৈরি করে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুই কোটি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। করোনা মোকাবিলায় সফল বিবেচিত হওয়া জার্মানি ও দক্ষিণ কোরিয়ার চেয়ে যুক্তরাষ্ট্রে বেশি মানুষের পরীক্ষা করা হয়েছে, দাবি করেন ট্রাম্প। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সংখ্যা এখন প্রায় ২০ লাখ। ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের, একক দেশ হিসেবে যা সবচেয়ে বেশি। অন্যদিকে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৩৬ হাজার ১৮৪ জন এবং চীনে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ১৭৭ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৪০ লাখ মানুষের পরীক্ষা সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যত বেশি পরীক্ষা হবে, তত বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের জীবাণুর সন্ধান মিলবে। এটা আমাদের মনে রাখতে হবে। চীন, ভারত বা অন্য দেশগুলোতে আমাদের দেশের মতো বিপুলসংখ্যক মানুষকে পরীক্ষা করা হলে হয়তো ওই দেশগুলোতে আক্রান্তের সংখ্যা আমাদের ছাড়িয়ে যেত।’
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
পরীক্ষা হলে চীন-ভারতে বেশি রোগী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর