বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

প্রচারের ঘাটতিতে অনেকে ত্রাণবঞ্চিত

নিজস্ব প্রতিবেদক

প্রচারের ঘাটতিতে অনেকে ত্রাণবঞ্চিত

সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কোন প্রক্রিয়ায় কাদের ত্রাণ দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কোনো প্রচারণা মাঠে ছিল না। সে কারণেই অনেকে ত্রাণবঞ্চিত হয়েছে। ত্রাণ বিতরণ নিয়ে ভুলবোঝাবুঝিরও সৃষ্টি হয়েছে। ত্রাণ বিতরণ প্রক্রিয়া নিয়ে ব্যাপক প্রচারণার কথা থাকলেও সরকারি কোনো সংস্থা তা করেনি। সিপিডি ও অক্সফামের উদ্যোগে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ত্রাণ ও নগদ সহায়তার জন্য তালিকাভুক্ত সুবিবধাভোগীদের টেলিফোন সাক্ষাৎকারের ভিত্তিতে করা জরিপের প্রতিবেদন প্রকাশ করার এক ভার্চুয়াল সংলাপে তিনি এসব কথা বলেন। গতকাল এ সংলাপে প্রতিবেদন তুলে ধরেন গবেষক দলের নেতা মোস্তফা আমির সাব্বিহ।

সর্বশেষ খবর