বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নানা কর্মসূচিতে পালন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

নানা কর্মসূচিতে গতকাল ঢাকাসহ সারা দেশে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। কভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে গতকাল বেলা ১১টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন  নেতৃবৃন্দ। স্থায়ী কমিটির নেতাদের পর জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

দিনের শুরুতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে  চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি জিয়াউর রহমানের পোস্টার সংবলিত পোস্টার প্রকাশ করে। উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

ভার্চুয়ালে আলোচনা সভা : বিকালে ভার্চুয়ালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, আন্দোলন ছাড়া সরকারের পতন হবে না। প্রয়োজনে আরও ধৈর্য ধরতে হবে। কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এতে বক্তব্য দেন। অনুুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

কেক কাটা হলো : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর দক্ষিণখানের ফায়েদাবাদে ৪২ পাউন্ড ওজনের কেক কাটেন দলের নেতা-কর্মীরা। গতকাল রাত সোয়া ৮টার দিকে ফায়েদাবাদ চৌরাস্তায় এ কেক কাটা হয়। ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির যুগ্ম সম্পাদক এম কফিল উদ্দিন আহম্মেদের নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। কফিল উদ্দিন ঢাকা-১৮ আসনে ধানের শীষের মনোয়ন প্রত্যাশীও। এ সময় কফিল উদ্দিন আহম্মেদ বলেন, নানা প্রতিকূলতায় বিএনপি আজ ৪২ বছর অতিক্রম করেছে। দিন যতই যাচ্ছে, বিএনপি ততই শক্তিশালী হচ্ছে। সরকার শহীদ জিয়ার আদর্শকে মুছে ফেলতে চায়। কিন্তু তা তারা কখনই পারবে না। অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখন বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ।

বরিশালে : নানা কর্মসূচিতে বরিশালেও বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। গতকাল বেলা ১২টায় বরিশাল প্রেস ক্লাবে মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, গণতন্ত্রের আসল কথাই হলো জনগণের ভোট। বিএনপি চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, আলী হায়দার বাবুল, আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদল সভাপতি আকতারুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ অন্যরা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর