রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
জাতির উদ্দেশে বাইডেন

আমরা জিতে যাচ্ছি, তিক্ততা ভুলে ঐক্যবদ্ধ হোন

নিজস্ব প্রতিবেদক

জয়-পরাজয়ের দোলাচলে শুক্রবার রাতে ৭ মিনিটের বক্তব্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বললেন, ভোট গণনা থামবে না। বিধি অনুযায়ী গৃহীত ভোটের গণনা শেষ করতে হবে। এ নিয়ে কালক্ষেপণের অবকাশ নেই বলেও মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, ‘হিসাব বলছে আমরাই জয়ী হতে যাচ্ছি। গোটা জাতি আমাদের সঙ্গে রয়েছে।’ ভাষণে তিনি ভোটের তিক্ততা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে পাশে নিয়ে নিজ বাসস্থান ডেলওয়ার স্টেটের উইলমিংটনে চেজ সেন্টারে স্থাপিত মঞ্চে অত্যন্ত ধিরস্থিরভাবে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ‘বিজয়ের চূড়ান্ত ঘোষণা এখনো আমাদের কাছে নেই। তবে ভোটের সংখ্যা জানাচ্ছে, বিজয়ের ব্যাপারটি অত্যন্ত পরিষ্কার। আমি এ রেসে বিজয় হতে চলেছি। গতকাল থেকে কী ঘটছে তা দেখুন। জর্জিয়ায় আমরা পিছিয়ে ছিলাম ২৪ ঘণ্টা আগে। এখন এগিয়েছি এবং আমরা ওই স্টেটে বিজয়ের পথে রয়েছি। একইভাবে পেনসিলভেনিয়া স্টেটেও পিছিয়ে ছিলাম। এখন সেখানেও জয়ের পথে রয়েছি। অ্যারিজোনায়ও আমরা বিজয়ী হচ্ছি। নেভাদায়ও জয় আসছে। প্রকৃত সত্য হচ্ছে, নেভাদায় আমাদের ভোট অন্য প্রার্থীর চেয়ে দ্বিগুণ হয়েছে। আমরা ৩ শতাধিক ইলেকটোরাল ভোটে জয়ী হওয়ার পথে রয়েছি। দেখুন সারা দেশের ভোটের অবস্থা। গোটা জাতির অকুণ্ঠ সমর্থনে আমরা এ নির্বাচনে জয়ী হতে চলেছি ক্লিয়ার মেজরিটিসহ।’ বাইডেন ট্রাম্পের কূটকৌশলের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নই। আমাকে যারা ভোট দেননি, আমি তাদেরও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।’ বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে এবার সর্বোচ্চসংখ্যক মানুষ ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন। ৭ কোটি ৪০ লাখের বেশি ভোটারের ভোট আমরা পেয়েছি। সব মিলিয়ে ১৫ কোটির অধিক ভোটার অংশ নেন এ নির্বাচনে। সবাই পরিবর্তন চান। আমরা তা করতে সংকল্পবদ্ধ।’ বাইডেন বলেন, ‘ভোটের মতো এবারের নির্বাচনে এমন কিছু বিজয় আমরা পেয়েছি গত তিন দশকে যা ঘটেনি।’ বিজয়ের দ্বারপ্রান্তে এসেও ধৈর্য আর সংযম প্রদর্শনের আহ্বান জানালেন বাইডেন।

সর্বশেষ খবর