শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়

নাটোর প্রতিনিধি

বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়। তবে সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে দেশের মানুষ কোনো নির্বাচনেই অংশ নেবে না। শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গতকাল শহর বিএনপির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন করবেন ভালো কথা, এর জন্য আগে পরিবেশ তৈরি করতে হবে। জনগণের ভোটের অধিকার আগে ফিরিয়ে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের আগে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রতিটি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ করে দিতে হবে।

তা ছাড়া এ দেশের মানুষ আর কোনো নির্বাচনে অংশ নেবে না। নির্বাচন পদ্ধতির প্রতি মানুষের আর আস্থা নেই। শহর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে ও সদস্যসচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর। দুলু বলেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচন করতে চায়। তিনি নাটোর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী বাবুল চৌধুরীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান। সভায় সর্বসম্মতিক্রমে শহর বিএনপির সদস্যসচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীকে নাটোর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর