মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সামনে আরও বড় চ্যালেঞ্জ

-ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

সামনে আরও বড় চ্যালেঞ্জ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যারা বেকার হয়ে দেশে ফিরে এসেছেন তাদের ফেরত পাঠানো যায়নি। দেশের অভ্যন্তরেও বেকার সমস্যা বেড়েছে। সরকার যে বলছে অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে এ কথাটাও ঠিক নয়। অর্থনীতির সব সূচকই নেতিবাচক অবস্থায় রয়েছে। বিশেষ করে বিনিয়োগ আর কর্মসংস্থানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এ ছাড়া রপ্তানি বেড়েছে মাত্র ১ শতাংশ। কলকারখানার উৎপাদনও আগের অবস্থানে পৌঁছেনি। আবার মূলধনি যন্ত্রপাতি আমদানিও হচ্ছে না। এতেই বোঝা যায় বিনিয়োগ হচ্ছে না। দারিদ্র্য বিমোচনও মুখ থুবড়ে পড়েছে; যার ফলে দারিদ্র্য বেড়েছে দ্বিগুণ। তিনি বলেন, দ্বিতীয় ঢেউ মোকাবিলায় অর্থনৈতিক কর্মকান্ড আরও বাড়াতে হবে। স্বাস্থ্যবিধি মানতেও মানুষকে বাধ্য করতে হবে। মানুষের মধ্যে এখনো উদাসীনতা কাজ করছে। এ ক্ষেত্রে সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। ভ্যাকসিন আসার আগেই দ্বিতীয় ঢেউ লেগেছে। আবার এও বলা যাচ্ছে না ভ্যাকসিন কবে নাগাদ পাওয়া যাবে। ফলে সামনের দিনগুলোয় আরও বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনে করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর