বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চাকরিতে নিয়োগ কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট

বিশেষ প্রতিনিধি

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, এখন থেকে সব পর্যায়ের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। অভিযোগ পেলে কর্মরতদের টেস্ট করা হবে। ভবিষ্যতে কলেজ বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারেও এই টেস্ট বাধ্যতামূলক করা হবে বলে তিনি জানান।

গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এসব তথ্য জানান। সভায় ডোপ টেস্ট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- সাংবাদিকরা জানতে চাইলে কমিটির সভাপতি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টের নীতিমালা তৈরি হচ্ছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট করতে হবে। তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তাদের ডোপ টেস্ট করা হচ্ছে। আ ক ম মোজাম্মেল হক বলেন, চট্টগ্রাম ও দিনাজপুর অঞ্চল মাদকমুক্ত করতে সেখানে পরীক্ষামূলক প্রকল্প নেওয়া হচ্ছে। কীভাবে এটা বাস্তবায়ন করা হবে, সেটা ঠিক করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তারা কার্যপরিধি, কার্যপদ্ধতি নিশ্চিত করে ব্যবস্থা নেবেন। এই প্রকল্পের আওতায় মাদকসেবী, মাদক বিক্রেতা, আশ্রয়-প্রশ্রয় দাতাদের চিহ্নিত করা হবে। মন্ত্রী জানান, দেশে সোশ্যাল মিডিয়াগুলোকে নজরদারি করার বিষয়ে আলোচনা হয়েছে সভায়। আমরা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে চাই না। কিন্তু আইনের আওতায় থাকা দরকার। অবাধ তথ্য প্রবাহের কারণে জাতীয়ভাবে সমাজ বিভ্রান্তিতে পড়ে। মানবতাবিরোধী, সমাজবিরোধী বক্তব্য নিয়ন্ত্রণ হওয়া জরুরি। বিটিআরসিকে তারা এ বিষয়ে মনিটরিংয়ের কথা বলবেন। সবকিছু মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায় আছে জানিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের অপরাধ দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর এবং যথেষ্ট নিয়ন্ত্রণে এনেছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর