সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অচিরেই সব রায় বাংলায়

নিজস্ব প্রতিবেদক

অচিরেই সব রায় বাংলায়

সৈয়দ মাহমুদ হোসেন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে।  সেজন্য কাজ চলছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট দুই বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘রায় বাংলায় দিতে এরই মধ্যে একটা সফটওয়্যার চালু করা হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তরের কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেব।’ গত বছর একুশে ফেব্রুয়ারির আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতের রায় লেখার সময় ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারে জোর দেন। তিনি বলেন, আদালতের রায় লেখা হয় ইংরেজিতে। সেই রায়ে কি বলা হলো তা বুঝতে অনেক বিচারপ্রার্থীকে আইনজীবীর ওপর নির্ভর করতে হয়। তাই রায়টা যদি কেউ ইংরেজিতে লিখতে চান, সেক্ষেত্রে এটা বাংলা ভাষায় প্রচার ও প্রকাশের ব্যবস্থা করবেন; যিনি রায় পাবেন তিনি যেন পড়ে জানতে পারেন। এদিকে নিম্ন আদালতে বাংলার ব্যবহার শুরু হয়েছে আগেই। উচ্চ আদালতেও বেশ কয়েকজন বিচারক বাংলায় রায় লিখছেন। সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও এ বি এম খায়রুল হকসহ হাই  কোর্টের কয়েকজন বিচারক বিভিন্ন মামলার রায় বাংলায় দিয়েছেন। হাই কোর্ট বিভাগের বিচারপতি এআরএম আমিরুল ইসলাম চৌধুরী তার সব আদেশ, নির্দেশ ও রায় বাংলায় দিতেন বলে এক প্রবন্ধে উল্লেখ করেছেন খায়রুল হক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর