শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

জুলাইয়ের আগেই করোনামুক্তির প্রত্যয় ঘোষণা

লাবলু আনসার, যুুক্তরাষ্ট্র

জুলাইয়ের আগেই করোনামুক্তির প্রত্যয় ঘোষণা

ভয়ংকর এবং ভীতিকর একটি বছরের শেষে আসছে ফোর্থ জুলাই তথা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। তার আগেই করোনামুক্ত স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনায় লকডাউনে যাওয়ার বর্ষপূর্তির দিন অর্থাৎ ১১ মার্চ সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে বাইডেন বলেন, করোনা  নিয়ে তথ্য বিভ্রান্তির কোনো অবকাশ নেই। বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী করোনাকে পরাজিত করার পথে হাঁটছি আমরা সবাই। এই অভিযাত্রায় সাফল্য পেতে সব আমেরিকানের আন্তরিক সহায়তার বিকল্প নেই বলেও উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, সিডিসির নির্দেশ অনুযায়ী সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। টিকা নিতে হবে সবাইকে। ১ মের মধ্যে প্রাপ্ত বয়স্ক সবার জন্য টিকার ব্যবস্থা রয়েছে। কেউ যাতে কার্পণ্য না করেন। বাইডেন বলেছেন, করোনা নিয়ে শুরুতে অনেক অবজ্ঞা-অবহেলা, প্রকৃত সত্য গোপনের চেষ্টা হয়েছে। যার ভিকটিম হয়েছি আমরা সবাই। প্রিয়জনকে হারিয়েছি। প্রেসিডেন্ট উল্লেখ করেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং ৯/১১ এ নিহতদের চেয়েও বেশি আমেরিকান মারা গেছেন গত এক বছরে করোনায় আক্রান্ত হয়ে। তাই এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। বিজয়ের সিঁড়ি বেয়ে আসছে ফোর্থ জুলাইতে আমরা ছোট আকারে হলেও স্বাধীনতা দিবস উদযাপন করতে চাই। আর তার মধ্যদিয়েই করোনা ভাইরাসকে ধরাশায়ী করেছি- সেটি জানান দিতে হবে। করোনায় বিপর্যস্ত আমেরিকাকে উদ্ধারকল্পে ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা স্টিমুলাস বিলে স্বাক্ষরের পর প্রদত্ত এ বক্তব্যে বাইডেন বলেন, ব্যবসা-বাণিজ্য সোজা হয়ে দাঁড়াতে এই অর্থ অপরিসীম ভূমিকা রাখবে। আমেরিকা কখনো থেমে থাকেনি। সম্মিলিত প্রয়াসে আবারো সচল হব আমরা। করোনা সৃষ্টি হয়েছে চীন থেকে- এমন আজগুবি এবং উদ্ভব মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এ জন্য এশিয়ান-আমেরিকানরা নানাভাবে হামলার শিকার হয়েছেন এবং এখনো হচ্ছেন। এ প্রসঙ্গে বাইডেন বলেন, আমেরিকায় এমন পরিস্থিতি চলতে পারে না।

অবশ্যই তা বন্ধ করতে হবে। বক্তব্যের সময় পর্যন্ত করোনায় ৫ লাখ ৩০ হাজারের মতো আমেরিকানের মৃত্যু হয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, আমরা সবাই কাউকে না কাউকে হারিয়েছি। এটি ভুলে গেলে চলবে না। এমন অসহনীয় অবস্থা থেকে সবাই মুক্তি চাই।

সর্বশেষ খবর