শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা
আওয়ামী লীগ কর্মী হত্যা

সাবেক মন্ত্রীর ছেলেসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ কর্মী আবদুল জলিল হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। মামলায় সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাসের দুই ছেলে ও চার ভাতিজাসহ জ্ঞাত-অজ্ঞাত শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের চাচাশ্বশুর সদিয়া চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি  করেন। মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের দুই ছেলে মিঠু বিশ্বাস ও ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস এবং ভাতিজা নান্নু বিশ্বাস, বাবলু বিশ্বাস, লাবু বিশ্বাস ও ঠান্ডু বিশ্বাসসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের পরিবারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশেই তার স্বজনসহ তার সমর্থিত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস জানান, সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল রাজনৈতিক ফায়দা লুটতে এবং ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য এনায়েতপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে দিয়ে মিথ্যা-বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন এবং আমার ছেলে-ভাতিজাসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে মামলা করিয়েছেন।

 তিনি প্রশাসনের কাছে জলিল হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সংসদ সদস্য আবদুল মমিন মন্ডলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি। প্রসঙ্গত, বুধবার বিকালে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে পার্শ¦বর্তী ইউনিয়নের স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডলের প্রধান সহযোগী বদিউজ্জামান বদি গ্রুপের সঙ্গে সম্মেলনে পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন আবদুল জলিল এবং তিনজন গুরুতর আহত হন। সংঘর্ষ চলাকালে লতিফ বিশ্বাসের ছেলে ও ভাতিজারা ঘটনাস্থলে ছিলেন না বলে এক সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর