বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

মতপ্রকাশের স্বাধীনতা অনেকটাই সংকুচিত বাংলাদেশে

প্রতিদিন ডেস্ক

বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, সংবিধানে নিশ্চয়তা থাকলেও বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা অনেকটাই সংকুচিত। বাংলাদেশের সাংবাদিকরাও হয়রানি ও নির্যাতনের ভয়ে সরকারের সমালোচনা থেকে নিজেদের অনেকটাই গুটিয়ে নিয়েছেন।

এদিকে এর জবাবে ওইদিনই বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে, অনেক উন্নত দেশেও তা নেই। তবে, ২০২০ সাল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা অক্ষুণœ রাখতে সরকার মাঝে-মধ্যেই ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রদ্রোহের মতো অপরাধে সাজা বাড়ানোর বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়, এতে বিদ্বেষমূলক প্রচার কমানো গেলেও কোনগুলো এ আইনে অপরাধ ধরা হবে, তা সুনির্দিষ্ট নয়। ফলে, সরকারের পক্ষে এ আইনের যততত্র প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। গত বছরের মে মাসের প্রথম সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক, অধিকারকর্মীসহ অন্তত ১৯ জনের বিরুদ্ধে মামলার তথ্যটি উল্লেখ করা হয় প্রতিবেদনে। এ আইন যে অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা হয়ে দাঁড়িয়েছে, সম্পাদক পরিষদের সেই প্রতিক্রিয়া জানানোর কথাও উল্লেখ করা হয়েছে। মানবাধিকার প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনাভাইরাস মহামারী শুরুর পর সরকার তার কার্যক্রম নিয়ে ওঠা প্রশ্ন চাপা দিতে ব্যাপকভাবে এ আইন ব্যবহার করেছে। বাংলাদেশে সরকারের সমালোচনাকারী প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমকে সরকারের চাপে থাকতে হচ্ছে। আর লাইসেন্স দেওয়ার ক্ষমতার কারণে বেসরকারি টেলিভিশনগুলোর ওপরও সরকারের নিয়ন্ত্রণ কাজ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর