শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হেফাজতের সঙ্গে বিএনপির কোনো বৈঠক হয়নি

-ইকবাল হাসান মাহমুদ টুকু

নিজস্ব প্রতিবেদক

হেফাজতের সঙ্গে বিএনপির কোনো বৈঠক হয়নি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকার হেফাজতে ইসলামকে নিয়ে কুন্ডরাজনীতি করছে। হেফাজতের আটক নেতাদের রিমান্ডে নিয়ে বিএনপিকে তাদের সঙ্গে জড়ানোর অপচেষ্টা চলছে। হেফাজতের সঙ্গে বিএনপির অতীতেও কোনো সম্পর্ক ছিল না, এখনো         নেই। তাদের সঙ্গে বিএনপির কোনো বৈঠক হয়নি। কেউ কেউ বলার চেষ্টা করছেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে হেফাজতের বৈঠক হয়েছে। ম্যাডাম কেন বিএনপির কারও সঙ্গেই হেফাজতের কোনো বৈঠক হয়নি। এটা আওয়ামী লীগের কু রাজনীতির অংশ। গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন। সাবেক এই মন্ত্রী বলেন, হেফাজতে ইসলাম একটি ধর্মীয় সংগঠন। তারা তাদের কাজ করছে। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের সবচেয়ে জনপ্রিয় দল। সারা দেশে বিএনপির নেতা-কর্মী সমর্থক সবচেয়ে বেশি। আর বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে বিশ্বাসী। অন্য কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার দল নয় বিএনপি। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আজ গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী। বাংলাদেশের গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় তার অবদান সবচেয়ে বেশি। তিনি এখন করোনায় আক্রান্ত। আমরা তার রোগমুক্তি কামনা করছি। আশা করছি, তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। তাকে মুক্ত করার জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলছে। করোনাকাল শেষ হলে আমরা দল গুছিয়ে আবারও বেগম জিয়া ও গণতন্ত্রের মুক্তি আন্দোলন গড়ে তুলব। দলমত-নির্বিশেষে সবাইকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ খবর