বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনা মোকাবিলায় মিলিত প্রচেষ্টা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবিলায় মিলিত প্রচেষ্টা প্রয়োজন

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, মহামারী করোনার কারণে বাংলাদেশসহ বিশ্ব এখন অদৃশ্য যুদ্ধের ময়দানে। তার পরও বক্তিগত সুরক্ষা নিশ্চিত করে অনেক দেশ ইতিমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। আমাদেরও এই মহামারী কাটিয়ে উঠতে প্রয়োজন সমিলিত প্রচেষ্টা, শৃঙ্খলা ও ধৈর্য। গতকাল এক ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন সাবেক এই মন্ত্রী। রুহুল আমিন হাওলাদার আরও বলেন, সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। কারণ সবার আগে দেশ। দেশ ও জীবন বেঁচে থাকলে অনেক রাজনীতি করা যাবে। পর্যায়ক্রমে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি সতর্ক হতে হবে। মানতে হবে স্বাস্থ্য নির্দেশনা। এ বি এম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির শাসনামলের নানান উন্নয়ন তুলে ধরে বলেন, পটুয়াখালী বাকেরগঞ্জসহ দক্ষিণাঞ্চলের অনেক জেলায় ডায়রিয়ায় জনজীবন বিপর্যস্ত। স্যালাইনসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সরকারের আন্তরিকতার অভাব নেই। কিন্তু সীমাবদ্ধতাও আছে। বিষয়টি ভেবেই সবাইকে একযোগে মানুষের পাশে দাঁড়াতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর