শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

শাহজালালে সিটের নিচে লুকানো ২ কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচে ২৮টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম। গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করা শুরু করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টায় বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইট (বিজি-৫০৪৬) তল্লাশি করা হলে বিমানের সিটের নিচে অভিনব উপায়ে লুকানো সোনার বারগুলো পাওয়া যায়। এগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি ৬ লাখ টাকা।

সর্বশেষ খবর