সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

সাদিক খান ফের লন্ডনের মেয়র

আ স ম মাসুম, যুক্তরাজ্য

সাদিক খান ফের লন্ডনের মেয়র

অনেক নাটকীয়তা ছিল এ বছর লন্ডনের মেয়র নির্বাচনে। নানা কারণে বর্তমান মেয়র সাদিক খান ছিলেন বিতর্কিত। সেই সঙ্গে কট্টরপন্থি কনজারভেটিভ এশিয়ান বংশোদ্ভূত সাদিক খানকে ধরাশায়ী করতে মাল্টিকালচারাল ভোটারদের আস্থা নিতে মাঠে নামিয়েছিল আফ্রিকান বংশোদ্ভূত শন বেইলিকে। প্রথম বছর সাদিক খান যেভাবে নিজেকে  বাস ড্রাইভারের ছেলে হিসেবে সিম্প্যাথি ক্যাম্পেইন করেছিলেন সেই একই পথ ধরেছিলেন শন বেইলি। ভোটারদের সহানুভূতি টানতে শেষ পর্যন্ত নিজেকে বলেছেন রিফিউজি হিসেবে এ দেশে আসা নাগরিক। সব মিলিয়ে নির্বাচনের দিন পর্যন্ত এমনকি ভোট গণনায় যেভাবে পাল্লা দিয়েছে তাতে বেকায়দায় থাকলেও শেষ হাসিটা হাসলেন সাদিক খান। লন্ডনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদ জিতেছেন সাদিক আমান খান। তিনি টরি প্রতিদ্বন্দ্বী প্রার্থী শন বেইলির চেয়ে ভোটে এগিয়ে। লেবার প্রার্থী হিসেবে সাদিক খানের মোট ভোট ৫৫.২% এবং টরি পার্টির শন বেইলির মোট প্রাপ্ত ভোট ৪৪.৮%।

লন্ডন মেয়র ইতিমধ্যে টুইট করেছেন : ‘লন্ডনকে ধন্যবাদ’। আমি আরও তিন বছরের জন্য যে শহরটিকে ভালোবাসি সেটিকে সেবা করা আমার জীবনের পরম সম্মান। আমাদের শহরটিকে তার পায়ে ফিরিয়ে আনতে আমি কোনো প্রয়াস ছাড়ব না। একটি উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভব এবং আমরা এটি একসঙ্গে প্রদান করব। সাদিক খানের নিকটতম প্রতিদ্বন্দ্বী শন বেইলি পেয়েছেন ৮,৯৩,০৫১ ভোট প্রথম পছন্দ, সাদিক খান পেয়েছেন ১০,১৩,৭২১ ভোট। তিনি ১,৯২,৩১৩ দ্বিতীয় পছন্দ ভোট পেয়েছেন, বেইলি পেয়েছেন ৮৪,৫৫০ ভোট।

সর্বশেষ খবর