ভারতের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে দরিদ্রতম মমতা ব্যানার্জি। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫ লাখ রুপির কিছু বেশি। ভোট নজরদারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির বিত্তবান মুখ্যমন্ত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী নাইডুর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৬৫৬ রুপি। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১৫৩ রুপি। দেশটির মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র এই দুই মুখ্যমন্ত্রী বিলিয়নেয়ার অর্থাৎ তাদের উভয়ের সম্পত্তির পরিমাণই শত কোটি রুপির বেশি। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সম্পদের পরিমাণ ৫১ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৯১০ রুপি।
এতে আরও বলা হয়েছে ৩১ জন মুখ্যমন্ত্রীর সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১,৬৩০ কোটি রুপি। তবে বিপুল সম্পদের পাশাপাশি মুখ্যমন্ত্রীদের বাজারে দেনাও রয়েছে। এই তালিকায় সবার শীর্ষ রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। তার দেনার পরিমাণ ১৮০ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৭১৭ রুপি, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার দেনার পরিমাণ ২৩ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৯৭৬ রুপি, চন্দ্রবাবু নাইডুর বাজারে দেনার পরিমাণ ১০ কোটি ৩২ লাখ ৫ হাজার ৮৭৫ রুপি।