বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক সেবা প্রদান নিরবচ্ছিন্ন রাখতে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের মানবাধিকারসংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ড. ইউনূস দুঃখ প্রকাশ করে বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক সেবা প্রদান কঠিন হয়ে পড়ছে। তাদের মৌলিক সেবা প্রদান নিরবচ্ছিন্ন রাখতে পর্যাপ্ত অর্থায়ন প্রয়োজন। এজন্য অ্যান্ড্রুজকে অব্যাহত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি। বৈঠকে অ্যান্ড্রুজ রোহিঙ্গাসংকট আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার দিয়ে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদানে বাংলাদেশের উদারতায় বিশ্ব কৃতজ্ঞ। একই সঙ্গে স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য আপনার (ড. ইউনূস) নেতৃত্ব বিশেষভাবে প্রশংসনীয়।’ প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসন্ন জাতিসংঘ সম্মেলন দীর্ঘদিনের এ সংকট নিরসনে কার্যকর সমাধানের পথ দেখাবে। টম অ্যান্ড্রুজ বলেন, বাংলাদেশ বিভিন্ন পক্ষকে যুক্ত করে সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করছে। সব পক্ষের ধারাবাহিক প্রচেষ্টায় এ ব্যাপারে দ্রুত একটি টেকসই সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেকহোল্ডার সংলাপে যোগ দিতে বাংলাদেশে এসেছেন টম অ্যান্ড্রুজ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওই সংলাপের উদ্বোধন করবেন।