বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে কারাগারে একের পর এক বিরোধী মতের মানুষের মৃত্যু ঘটেই চলেছে। খেলাফত মজলিশের নেতা মাওলানা ইকবাল হোসাইনের মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বিবৃতিতে বলেন, কারাগারে আটক অবস্থায় চিকিৎসাধীন মাওলানা ইকবালের মৃত্যু ভয়ংকর ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে কারাগারে মৃত্যু একের পর এক ঘটেই চলেছে। বিশেষ করে বিরোধী ভিন্নমতের মানুষের ক্ষেত্রে এ ঘটনা ঘটছে। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। তিনি বলেন, এর আগেও বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু, লেখক মোস্তাক আহমেদসহ অসংখ্য ভিন্নমতাবলম্বী মানুষের কারাগারে রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ধরনের ভয়ানক ঘটনা ঘটতে থাকলেও সরকারের তরফে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য কোনো তদন্ত বা সন্তোষজনক বক্তব্য নেই।
অসুস্থ রিজভীর শয্যা পাশে মির্জা ফখরুল : দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অসুস্থ রুহুল কবির রিজভী আহমেদের শারীরিক খোঁজ নিতে গতকাল তাঁর বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিএনপি সূত্র জানায়, সকাল সাড়ে ১১টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের মোহাম্মদপুরের বাসায় যান বিএনপি মহাসচিব। এর আগে গত কয়েক দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা রিজভী আহমেদকে দেখতে তার বাসায় যান। উল্লেখ্য, গত ৯ মে স্কয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন রিজভী আহমেদ। বাসায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তাঁর চিকিৎসা চলছে।
এর আগে গত ১৬ মার্চ করোনা টেস্ট করলে পজিটিভ রেজাল্ট নিয়ে পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অক্সিজেন সহায়তা ছাড়া তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না বলে আইসিইউতে রেখে তাঁর চিকিৎসা করা হয় বেশ কিছু দিন। গত ১৭ এপ্রিল রিজভীর করোনা পরীক্ষার ফল নেগেটিভ হয়। এর আগে তিন দফা টেস্টে পজিটিভ আসে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        