বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

মুশফিকের ক্যারিশমেটিক সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকের ক্যারিশমেটিক সেঞ্চুরি

দলের বিপর্যয়ের সময়ে ব্যাট হাতে নেমে ক্যারিশমেটিক এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবল খেলেছেন ১২৫ রানের ইনিংস। ১২৭ বলের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি। প্রথম ম্যাচেও ৮৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছিলেন। গতকাল আবারও অসাধারণ এক ইনিংস খেললেন মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয়। এর আগে লঙ্কানদের বিরুদ্ধে ১৪৪ রানের এটি ইনিংসও আছে তার। কালকের ইনিংস তার দ্বিতীয় সেরা। গতকাল বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে দুই সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে হারায়। এরপর একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন মুশফিক। সেঞ্চুরি পূরণ করেন ১১৪ বলে। দুই ওভারের মধ্যে দুই ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় চাপেই পড়ে গিয়েছিল স্বাগতিকরা। সেখান ধীরে ধীরে দলকে চাপ মুক্ত করেন। মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে বাংলাদেশের ইনিংসকে নিয়ে যান ২৪৬-এ। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে গড়েন ৮৭ রানের জুটি। এরপর অষ্টম উইকেট মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে দলীয় খাতায় যোগ করেন ৪৮ রান। এই দুই জুটি বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।

 

সর্বশেষ খবর