মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

ভারতের কাছে দুই গোলে হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ৭৯। সাদা চোখে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বে পরিষ্কার ফেবারিট ছিল সুনীল ছেত্রীর ভারত। কিন্তু জামাল ভুঁইয়া, তপু বর্মণের বাংলাদেশ কাতারের দোহায় নেমেছিল ১৮ বছরের ভুলে যাওয়া জয়ের স্বাদ নিতে। কিন্তু পারেনি। ৭৯ ও ম্যাচের অতিরিক্ত সময়ে ছেত্রীর অবিশ্বাস্য দুই গোলে হেরে যায় বাংলাদেশ। যা আন্তর্জাতিক ফুটবলে ছেত্রীর ৭৪ নম্বর গোল। জয়ে ভারতের পয়েন্ট ৫। এই হারে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে বাংলাদেশের অবস্থান সবার তলানিতে। অথচ প্রথম লেগে কলকাতার সল্টলেকে দুই দলের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। বাছাইপর্বে বাংলাদেশের আরেকটি ড্র আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে। করোনাভাইরাসের অনেক দিনের    বিরতি শেষে বাছাইপর্বের খেলা শুরু হয়। গতকাল গ্রুপ নিজেদের সপ্তম ম্যাচ খেলেছে জেমি ডের বাংলাদেশ। প্রথমার্ধ সমানে সমান লড়াই করেছে নিরপেক্ষ ভেন্যুতে। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিট পর্যন্ত লড়াই করেছে। কিন্তু ৭৯ মিনিটে ছেত্রী বাংলাদেশের রক্ষণভাগকে বোকা বানিয়ে হেডে অবিশ্বাস্য গোল করেন। ম্যাচের অতিরিক্ত সময়ে ঠান্ডা মাথায় প্লেসিং শটে দ্বিতীয় গোল করে বাংলাদেশের জয়ে ফেরার স্বাদকে বিশ্বাসে পরিণত করেছে ভারত। 

সর্বশেষ খবর