বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প পায়নি

নিজস্ব প্রতিবেদক

ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প পায়নি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে এবং থাকবে। ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমলাতন্ত্র মন্দ নয়, আমলাতন্ত্র ভালো, আমলাতন্ত্রের বিকল্পও নেই। সোভিয়েতরা বিকল্প বের করতে পারেনি, চীনও বের করতে পারেনি, ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি। সেই মহান আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে। আমিও ছোটখাটো আমলা ছিলাম, এখন আমি বড় আমলা। ফোন ছিনতাইকারী শিগগিরই ধরা পড়বে : পরিকল্পনামন্ত্রী আশা প্রকাশ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিগগিরই তাঁর মোবাইল ফোনের ছিনতাকারীকে ধরতে পারবে। মোবাইল ফোন উদ্ধারের কতটুকু এগোলো- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, তার (ছিনতাইকারী) নাম-ঠিকানা লোকেট করার কথা আমাকে (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) জানিয়েছে। কিন্তু সে গা-ঢাকা দিয়ে আছে। তাকে ধরার প্রক্রিয়া চলছে। শিগগিরই ধরতে পারবে বলে আশা করছি। ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় গাড়িতে বসা অবস্থায় মোবাইল ফোন খোয়ান এম এ মান্নান । ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তাঁর আইফোন ছো মেড়ে নিয়ে উধাও হয়। মূল্যস্ফীতি কমেছে : পরিকল্পনামন্ত্রী জানান, চলতি বছরের এপ্রিলের তুলনায় মে মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমার এ হার দশমিক ৩০ শতাংশ। এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। মে মাসে এসে মূল্যস্ফীতি দাঁড়ায ৫ দশমিক ২৬ শতাংশ।

সর্বশেষ খবর