বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার কিডনি ও হার্টের সমস্যা নিয়ে তাঁর চিকিৎসকরা উদ্বিগ্ন। তাঁর হার্ট ও কিডনির জটিল সমস্যা আছে। পোস্ট-কভিড জটিলতা কমলেও এখনো যথেষ্ট স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন তিনি। বাংলাদেশে এসবের চিকিৎসা সম্ভব নয়। তাঁর দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রয়োজন। গতকাল সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ম্যাডামের সবচেয়ে বড় যে ক্ষতি তা হয়েছে আদালতে। মানুষের শেষ ভরসাস্থল আদালত হলেও বিএনপি নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মীরা আদালতে সুবিচার পাচ্ছেন না। তাই আদালতে যেতে আমরা আস্থা কম পাই। মির্জা ফখরুল অবিলম্বে কারাবন্দী বেগম খালেদা জিয়া, নিপুণ রায়চৌধুরী, আসলাম চৌধুরীসহ দলের ও বিরোধী মতের নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন। দলের এই মুখপাত্র বলেন, বাংলাদেশের মানুষের এখন দাঁড়ানোর কোথাও জায়গা নেই। রাষ্ট্র যখন নিপীড়নকারী হয়ে যায়, তখন আর আশ্রয়ের কোনো জায়গা থাকে না। গণতন্ত্রের নামে আজকে গণতন্ত্রের কবর রচনা হয়ে গেছে। আইনের শাসনের কথা বলে আইনকে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে গিয়ে সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত করেছিলেন। তাঁর আগমনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, বেশির ভাগ মিডিয়াই তাকে হেফাজতের তান্ডব বলে উল্লেখ করেছে। কিন্তু বাস্তবতা হলো- এই তান্ডব করেছে সরকার।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ