বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার কিডনি ও হার্টের সমস্যা নিয়ে তাঁর চিকিৎসকরা উদ্বিগ্ন। তাঁর হার্ট ও কিডনির জটিল সমস্যা আছে। পোস্ট-কভিড জটিলতা কমলেও এখনো যথেষ্ট স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন তিনি। বাংলাদেশে এসবের চিকিৎসা সম্ভব নয়। তাঁর দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রয়োজন। গতকাল সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ম্যাডামের সবচেয়ে বড় যে ক্ষতি তা হয়েছে আদালতে। মানুষের শেষ ভরসাস্থল আদালত হলেও বিএনপি নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মীরা আদালতে সুবিচার পাচ্ছেন না। তাই আদালতে যেতে আমরা আস্থা কম পাই। মির্জা ফখরুল অবিলম্বে কারাবন্দী বেগম খালেদা জিয়া, নিপুণ রায়চৌধুরী, আসলাম চৌধুরীসহ দলের ও বিরোধী মতের নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন। দলের এই মুখপাত্র বলেন, বাংলাদেশের মানুষের এখন দাঁড়ানোর কোথাও জায়গা নেই। রাষ্ট্র যখন নিপীড়নকারী হয়ে যায়, তখন আর আশ্রয়ের কোনো জায়গা থাকে না। গণতন্ত্রের নামে আজকে গণতন্ত্রের কবর রচনা হয়ে গেছে। আইনের শাসনের কথা বলে আইনকে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে গিয়ে সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত করেছিলেন। তাঁর আগমনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, বেশির ভাগ মিডিয়াই তাকে হেফাজতের তান্ডব বলে উল্লেখ করেছে। কিন্তু বাস্তবতা হলো- এই তান্ডব করেছে সরকার।
শিরোনাম
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
এখনো স্বাস্থ্যঝুঁকিতে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর