বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার কিডনি ও হার্টের সমস্যা নিয়ে তাঁর চিকিৎসকরা উদ্বিগ্ন। তাঁর হার্ট ও কিডনির জটিল সমস্যা আছে। পোস্ট-কভিড জটিলতা কমলেও এখনো যথেষ্ট স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন তিনি। বাংলাদেশে এসবের চিকিৎসা সম্ভব নয়। তাঁর দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রয়োজন। গতকাল সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ম্যাডামের সবচেয়ে বড় যে ক্ষতি তা হয়েছে আদালতে। মানুষের শেষ ভরসাস্থল আদালত হলেও বিএনপি নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মীরা আদালতে সুবিচার পাচ্ছেন না। তাই আদালতে যেতে আমরা আস্থা কম পাই। মির্জা ফখরুল অবিলম্বে কারাবন্দী বেগম খালেদা জিয়া, নিপুণ রায়চৌধুরী, আসলাম চৌধুরীসহ দলের ও বিরোধী মতের নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন। দলের এই মুখপাত্র বলেন, বাংলাদেশের মানুষের এখন দাঁড়ানোর কোথাও জায়গা নেই। রাষ্ট্র যখন নিপীড়নকারী হয়ে যায়, তখন আর আশ্রয়ের কোনো জায়গা থাকে না। গণতন্ত্রের নামে আজকে গণতন্ত্রের কবর রচনা হয়ে গেছে। আইনের শাসনের কথা বলে আইনকে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে গিয়ে সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত করেছিলেন। তাঁর আগমনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, বেশির ভাগ মিডিয়াই তাকে হেফাজতের তান্ডব বলে উল্লেখ করেছে। কিন্তু বাস্তবতা হলো- এই তান্ডব করেছে সরকার।
শিরোনাম
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
এখনো স্বাস্থ্যঝুঁকিতে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর