রবিবার, ১১ জুলাই, ২০২১ ০০:০০ টা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিমত

চার কারণে রাশ টানা যাচ্ছে না করোনার

প্রতিদিন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান গবেষক ডা. সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, চার কারণে করোনা সংক্রমণের গতি থামানো যাচ্ছে না। এ কারণগুলো হলো করোনার নতুন ধরন, সামাজিক মেলামেশা, লকডাউনের রাশ আলগা করা ও টিকাকরণের শম্বুক গতি। সূত্র : বিবিসি।

সম্প্রতি ‘ব্লুমবার্গ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, দেখতে দেখতে প্রায় দেড় বছর পেরিয়ে গেছে। এখনো করোনাভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বে। অতিমারীর হাত থেকে রেহাই পায়নি মানুষ। কোথাও কোথাও সংক্রমণের গতি কমলেও সামগ্রিকভাবে অতিমারীর বিপদ কমছে- এমনটা মোটেও বলা যাচ্ছে না। বরং চারটি প্রধান কারণের ধাক্কায় বিশ্বজুড়ে এখনো অব্যাহত মারণ ভাইরাসের রক্তচক্ষু। স্বামীনাথন বলেন, ডেল্টা স্ট্রেইন, সামাজিক মেলামেশা, লকডাউনের রাশ আলগা করা ও টিকাকরণের শম্বুক গতি- এই চার কারণই এই মুহূর্তে করোনার মাথাচাড়া দিয়ে ওঠার প্রধান ফ্যাক্টর হয়ে উঠেছে। স্বামীনাথন জানান, এখন পর্যন্ত করোনার যত স্ট্রেইন দেখা গেছে তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে ভারতে মেলা ডেল্টা স্ট্রেইন। যা এখন ইউরোপ, আমেরিকা হয়ে সারা বিশ্বের বহু দেশেই দাপিয়ে বেড়াচ্ছে। তার দাবি, আদি করোনাভাইরাসে একজন আক্রান্ত হলে তার থেকে তিনজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল। ডেল্টার ক্ষেত্রে সেটা একজন থেকে আটজনে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, বহু দেশে মানুষ দীর্ঘদিন ঘরবন্দী থাকতে থাকতে ক্লান্ত হয়ে এবার সামাজিক মেলামেশা শুরু করেছে। বহু দেশই লকডাউন তুলে দিয়েছে কিংবা রাশ আলগা করেছে। এর ফলেও সংক্রমণ বাড়তে শুরু করেছে।

সর্বশেষ খবর