শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

চীন থেকে আজ আসছে আরও ২০ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক

চীন থেকে আজ আসছে আরও ২০ লাখ ডোজ টিকা

চীন সরকারের কাছ থেকে কেনা চুক্তির দ্বিতীয় চালান হিসেবে   দেশে আসছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা। এর আগে এ মাসের শুরুতেই চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। চীনের সঙ্গে দুই দফায় সরকার ৩ কোটি ডোজ সিনোফার্মের টিকা কেনার চুক্তি করেছে। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, সরকারের চুক্তির আওতায় ২০ লাখ ডোজ টিকা শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাবে। চীন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এ টিকা পাঠাবে। এটা সরকারের কেনা চুক্তির দ্বিতীয় চালান হিসেবে আসছে। এ ছাড়াও চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। দেশে এ পর্যন্ত টিকা  এসেছে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা ৭০ লাখ ডোজ এবং ভারত উপহার হিসেবে দিয়েছে ৩২ লাখ ডোজ। চীনের সিনোফার্ম থেকে এসেছে কেনা টিকার ২০ লাখ ডোজ এবং উপহার হিসেবে চীন দিয়েছে ১১ লাখ ডোজ। কোভ্যাক্স থেকে ফাইজারের টিকা এসেছে ১ লাখ ৬২০ ডোজ এবং মডার্নার ২৫ লাখ ডোজ। এ টিকা দিয়ে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি চলছে। দেশে এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ২ লাখ ৫২ হাজার ১৬৫ জন। এর মধ্যে অক্সফোর্ডের টিকার দুই ডোজ দিয়েছেন ৪২ লাখ ৯৬ হাজার ৭৩৮ জন, প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ২৯৫ জন। ফাইজারের টিকার প্রথম ডোজ দিয়েছেন ৪৬ হাজার ৯৮১ জন, মডার্নার টিকার প্রথম ডোজ দিয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৭১ জন এবং সিনোফার্মের টিকার প্রথম ডোজ দিয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৫৪৯ জন। সব মিলিয়ে টিকা কর্মসূচির আওতায় এসেছেন ৬৬ লাখ ৩১ হাজার ১৩৪ জন।

সর্বশেষ খবর