রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা
টোকিও অলিম্পিক

রেকর্ড গড়ে বিশ্বের দ্রুততম মানবী এলাইন থম্পসন

ক্রীড়া ডেস্ক

রেকর্ড গড়ে বিশ্বের দ্রুততম মানবী এলাইন থম্পসন

অলিম্পিকের ইতিহাসে দ্রুততম মানবীর খেতাব জিতে নিলেন জ্যামাইকার মেয়ে এলাইন থম্পসন হেরাহ। গতকাল মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬১ সেকেন্ড টাইমিং করে ৩৩ বছরের পুরনো রেকর্ডটা নিজের করে নেন তিনি। জয় করেন সোনার পদক। টোকিও অলিম্পিকে মেয়েদের এই ইভেন্টে রুপা ও ব্রোঞ্জ পদকও জয় করে জ্যামাইকান মেয়েরা।

মার্কিন মেয়ে ফ্লোরেন্স গ্রিফিথ ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিওল অলিম্পিকে ১০.৬২ সেকেন্ড টাইমিং করে রেকর্ড গড়েছিলেন। গত ৩৩ বছর ধরে রেকর্ডটা অক্ষত ছিল। অবশেষে সেই রেকর্ড নিজের করে নিলেন উসাইন বোল্টের দেশের মেয়ে। গতকাল জ্যামাইকার শেলি অ্যান ফ্রেসার প্রাইস ১০.৭৪ সেকেন্ড টাইমিং করে রুপা ও একই দেশের শেরিকা জ্যাকসন ১০.৭৬ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পদক জয় করেন। স্প্রিন্টের শুরুতে ফ্রেসার প্রাইস এগিয়ে থাকলেও শেষ অংশে এসে তাকে ছাড়িয়ে যান এলাইন থম্পসন। গতবার রিও অলিম্পিকেও সেরা হয়েছিলেন তিনি। ১০.৭১ সেকেন্ড টাইমিং করে সোনার পদক জিতেছিলেন। ২৯ বছরের এই জ্যামাইকান মেয়ে মুকুট ধরে রাখলেন টোকিওতেও। তের বছর আগে বেইজিং অলিম্পিকেও তিন জ্যামাইকানের পদক জয় দেখেছিল বিশ্ব। সেবার ১০.৭৮ সেকেন্ড টাইমিং করে জ্যামাইকান মেয়ে শেলি অ্যান ফ্রেসার প্রাইস সোনা এবং একই দেশের শেরোন সিম্পসন ও কেরন স্টুয়ার্ট ১০.৯৮ সেকেন্ড টাইমিং করে রুপার পদক জয় করেন। সেবার ব্রোঞ্জ পদক দেওয়া হয়নি। তের বছর আগের ঘটনার পুনরাবৃত্তিই দেখল ক্রীড়াপ্রেমীরা।

সর্বশেষ খবর