বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

হেলেনা জাহাঙ্গীরের সহযোগী হাজেরা ও সানাউল্লাহ রিমান্ডে

আদালত প্রতিবেদক

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্লাহ নূরীকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। রাজধানীর পল্লবী থানার প্রতারণা মামলায় গতকাল ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ডের এ আদেশ দেন। হাজেরা খাতুন জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম ও জয়যাত্রা টিভির জিএম (অ্যাডমিন) ছিলেন। আর সানাউল্লাহ নূরী জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

এর আগে             জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানা পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আল হেলাল দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ডের আদেশ দেয়। এরআগে সোমবার রাতে গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্লাহ নূরীকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর